স্বপ্ন নিয়ে শুরু হকি দলের অনুশীলন

আগামী ২৩ মে থেকে ১ জুন ওমানে হবে জুনিয়র এশিয়া কাপ হকি। এই আসর থেকে শীর্ষ চার দল খেলবে জুনিয়র বিশ্বকাপ হকিতে। সেখানে খেলার বড় লক্ষ্যে চোখ রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে আজ মঙ্গলবার।

মওলানা ভাসানি স্টেডিয়ামে প্রাথমিকভাবে বাছাই করা ৩২ জন খেলোয়াড় নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন কোচ মামুনুর রশীদ। দুই সপ্তাহ পর চার জন কমিয়ে দল ২৮ জনের করা হবে। প্রথম দিনের অনুশীলন শেষে মামুনুর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম দিন অনুশীলনে সবাই মনোযোগী ছিল। আসলে ওমানে যাওয়ার আগ পর্যন্ত একই তাল-লয়ে অনুশীলন করাতে চাই। আমাদের লক্ষ্য ওমানে খেলে যে করেই হোক  জুনিয়র বিশ্বকাপে জায়গা করে নেওয়া।’

ওমানেই এর আগে এএইচএফ কাপের সেমিফাইনালে ওঠার পরই বাংলাদেশ নিশ্চিত করে এশিয়া কাপে খেলা। তরুণ দলটির সামনে এখন  জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন। তবে নিবিড় অনুশীলনই শুধু নয়, এরই সঙ্গে দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন বাংলাদেশ কোচ, ‘দেখুন আমাদের ওমানে ভালো করতে হলে জম্পেশ প্রস্তুতি প্রয়োজন। যদি আমাদেরকে জুনিয়র বিশ্বকাপে জায়গা করে নিতে হয়, তাহলে আমি মনে করি ১৫ থেকে ২০টি অনুশীলন ম্যাচ খেলতে হবে। তাহলেই ভারত-মালয়েশিয়ার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস পাবে দল। আমি ফেডারেশনকে বলেছি ১০ এপ্রিলের পর ভারতে গিয়ে ম্যাচ খেলতে চাই। ফেডারেশনের কাছ থেকে এরই মধ্যে আশ্বাসও পেয়েছি।’