আবাহনী-মোহামেডানের জয়

আবাহনী-মোহামেডানের জয়মার্সেল ক্লাব কাপ হকিতে নিজেদের দ্বিতীয় খেলায় জয়ের ধারায় ফিরেছে আবাহনী। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত দুটি খেলার প্রথমটিতে আবাহনী ৫-০ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দিনের অন্য খেলায় ওয়ারি ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে মোহামেডান তাদের টানা দ্বিতীয় জয় উদযাপন করে।

আবাহনীর আক্রমণাত্মক মনোভাব ফুটে ওঠ প্রথম থেকেই। অভিজ্ঞ ফরোয়ার্ড মাকসুদ আলম হাবুল ছয় মিনিটেই ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন। তিন মিনিট পরে হাবুল দ্বিতীয় গোল করলে আবহনীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

আকাশি-নীল শিবিরের তৃতীয় গোলটি করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খোরশেদুর রহমান। নান্নুর পুশ আর বিপ্লবের স্টপের পর খোরশেদ করেন তার প্রথম গোলটি। ৪৩ মিনিটে হাবুল তৃতীয় ও ৪৭ মিনিটে খোরশেদ আবার পেনাল্টি কর্নারে গোল করলে প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়ানোর ধারা থেকে বেরিয়ে আসে আবাহনী।

দ্বিতীয় খেলায় মোহামেডান মোটামুটি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে। পাঁচ মিনিটে রাসেল মাহমুদ জিমির স্কয়ার পাসে ফ্লিক করে প্রথম গোলটি করেন দ্বীন ইসলাম। সাত মিনিটে রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নারে দ্বিতীয় গোল করলে চালকের আসনে বসে যায় মোহামেডান। ওয়ারীর নাজমুল হাসান পেনাল্টি কর্নারে ১৮ মিনিটে একটি গোল পরিশোধ করলে খেলায় ফিরে আসে ওয়ারি। কিন্তু মুস্তাফিজুর রহমান লালন ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে তৃতীয় ও রানা জুনিয়র ৬১ মিনিটে চতুর্থ গোলটি করলে জয়ের হাসি হাসে সাদা-কাল শিবিরই।

/আরএম/এমআর/