ইরানের হয়ে ইতিহাস গড়লেন কিমিয়া

অলিম্পিকে ইরানের হয়ে ইতিহাস গড়লেন কিমিয়া আলিজাদে। ইরানের প্রথম নারী হিসেবে জিতেছেন অলিম্পিক পদক। তায়কোয়ান্দোতে ৫৭ কেজি ওজন শ্রেণিতে জিতেছেন ব্রোঞ্জ। এই পদক জিততে ৫-১ পয়েন্টে হারিয়েছেন সুইডেনের নিকিতা গ্লাসনোভিচকে।

রিওতে এ নিয়ে পঞ্চম পদক জিতলো ইরান। আর মোট ৬৫টি অলিম্পিক পদক ঘরে তুলেছে দেশটি।

উল্লেখ্য, ১৮ বছর বয়সী কিমিয়া তায়কোয়ান্দোতে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

/এফআইআর/