জাবীরদের একমাত্র লক্ষ্য শিরোপা জয়

অধিনায়ক সাঈদ আল জাবীর।আগামী ২২ থেকে ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। গত আসরে বাংলাদেশ ভলিবল দল সাফল্য না পেলেও এই আসরে ঠিকই সাফল্য তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক সাঈদ আল জাবীর।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশসহ বিদেশি ৬টি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান।

গতবার এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। তাই এবার লক্ষ্য একটাই- শিরোপা। এই আসরে দর্শকদের হতাশ করবেন না উল্লেখ করে ভলিবল জাতীয় দলের অধিনায়ক সাঈদ আল জাবীর বলেছেন, ‘গত বার এই টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি এবার আমরা হতাশ করব না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের সঙ্গে পূর্বে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। গত সাউথ এশিয়ান (এসএ) গেমসে মালদ্বীপ, ভুটান, আফগানিস্তানের বিপক্ষে খেলেছি। বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলে আমি বলব আমরা এবার চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু ভাবছি না।’

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে গত এক মাসেরও বেশি সময় জাতীয় দলকে অনুশীলন করাচ্ছেন ইরানিয়ান কোচ আলীপোর। দল নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এশিয়াতে আমাদের ভলিবল একটা জায়গা তৈরি করেছে। ভলিবলে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে আছে। এর ভবিষ্যৎ উজ্জ্বল।’

/আরআই/