মারের জয়যাত্রা থামিয়ে শিরোপা জিতলেন জোকোভিচ

শিরোপা হাতে জোকোভিচকাতার ওপেন ফাইনালে জিতে শিরোপা অক্ষুণ্ন রাখলেন নোভাক জোকোভিচ। একই সঙ্গে ব্রিটিশ তারকার ২৮ ম্যাচের জয়যাত্রাও থামালেন তিনি।

জোকোভিচের চোখে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী’ মারে এর আগে সর্বশেষ হেরেছিল গত সেপ্টেম্বরের ডেভিস কাপে, হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে।

বিশ্বের এক নম্বর র‌্যাংকিংধারীর বিপক্ষে ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে জিতেছেন জোকোভিচ। দোহায় এ ম্যাচের স্থায়িত্ব ছিল প্রায় তিন ঘণ্টা। উত্তেজনায় ঠাঁসা এ জয়টি ছিল মারের বিপক্ষে জোকোভিচের ২৫তম ক্যারিয়ার জয়। এ মাসের শেষদিকে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতিটা বেশ ভালোই হলো সার্বিয়ান তারকার।

ফাইনালে জোকোভিচ-মারের মুখোমুখি লড়াই ছিল গত নভেম্বরের পর প্রথম। আগের সাক্ষাতে লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে সার্ব তারকাকে হারান মারে। একই সঙ্গে কেড়ে নেন বিশ্বের এক নম্বর র‌্যাংকিংও। অবশ্য মারের জয়যাত্রা থামলেও এক নম্বর আসনটা হারাননি। সূত্র- এনডিটিভি

/এফএইচএম/