ক্রীড়াবিদদের নিয়ে হবে ক্রীড়া সম্মেলন

IMG_1688

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের সব ক্রীড়াবিদদের নিয়ে ক্রীড়া সম্মেলনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

রবিবার দুপুরে সাভারের বিকেএসপিতে সিনথেটিক ফুটবল টার্ফ ও আধুনিক ক্রিকেট মাঠের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এর আগে বিকেএসপির এক নম্বর মাঠে রুপান্তরিত সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী মো. আরিফ খান জয় এমপি। পরে দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বিকেএসপির এক নম্বর ক্রিকেট মাঠের আধুনিকায়নের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মোট ১৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে এই প্রথম বিকেএসপিতে সিনথেটিক ও আধুনিক ২টি মাঠের উদ্বোধন করা হলো। এরমধ্যে দিয়ে বিকেএসপির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।’

দিনব্যাপী বিকেএসপি পরির্শনে ক্রীড়া স্থাপনা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কলেজ শাখার সাধারণ শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান শাখার কার্যক্রম পরিদর্শন করেন। বিকালে বিকেএসপি’তে বিদ্যমান বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

/এফআইআর/