সাতটি ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আরচাররা

বিউটি, শাপলা ও শ্যামলী রায়

প্রথম আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে মোট নয়টি ইভেন্টের সাতটির ফাইনালে পৌঁছেছেন বাংলাদেশের আরচাররা। কাল সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবকটি ইভেন্টের ফাইনাল বা স্বর্ণ পদক নির্ধারণী ম্যাচগুলো।

সকালে রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ (মো: রুমান সানা, মো: সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলাম) ও ভূটান  প্রতিদ্বন্দ্বিতা করবে।  এই ইভেন্টের মেয়েদের দলগত ফাইনালে বাংলাদেশ (বিউটি রায়, শ্যামলী রায় ও মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলা) ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করবে।

মিশ্র দলগত ফাইনালে বাংলাদেশ (মো: রুমান সানা ও বিউটি রায়) লড়বে ভূটানের বিপক্ষে।

দুপুরে কম্পাউন্ড ইভেন্টর পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ (মো: আবুল কাশেম মামুন, মো: মিলন মোল্লা ও নাজমুল হুদা) ও মালয়েশিয়া লড়বে স্বর্ণ পদকের জন্য।

আর মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ (মো: আবুল কাশেম মামুন ও সুস্মিতা বনিক) লড়বে ইরাকের বিপক্ষে।

শনিবার মেয়েদের রিকার্ভ ও কম্পাউন্ড একক ইভেন্টের ফাইনালে পৌঁছে বাংলাদেশকে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখান দুই আরচার হীরা মনি ও বন্যা আক্তার।

/আরএম/