টাইগার উডস গ্রেফতার!

টাইগার উডসচোটের কারণে গলফ কোর্সের বাইরে এখন টাইগার উডস। তবু এলেন শিরোনামে। তবে স্বস্তির কোনও খবরে নয়, এসেছেন বিতর্কিত শিরোনামে। মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে খবর সংবাদ সংস্থা রয়টার্সের। সোমবার দক্ষিণ ফ্লোরিডায় গ্রেফতার হন তিনি পুলিশের হাতে।

১৪টি মাস্টার্স শিরোপা জিতে সর্বকালের সেরার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উডস। সময়টা খুব একটা ভালো না কাটলেও গলফের আকাশে এখনও উজ্জ্বল তারা হয়ে জ্বলে আছেন আমেরিকান এই গলফার। যদিও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে শিরোনাম হয়েছেন অনেকবার। হলেন আরেকবার। নিজের জুপিটার আইল্যান্ডের বাড়ির কাছাকাছি এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি মাতাল হয়ে গাড়ি চালানোর অপরাধে। স্থানীয় সময় রাত ৩টার দিকে উডসকে নেওয়া হয় পুলিশ হেফাজতে, এরপর মুচলেকা দিয়ে ঘন্টা খানেক পর বেরিয়ে আসেন হাজত থেকে।

ঘটনা সত্যি কিনা, সংবাদ সংস্থা ‘রয়টার্স-এর প্রশ্নে কোনও কিছু বলতে রাজি হন নি উডসের প্রতিনিধি।

পিঠের চোটে চতুর্থবার ছুরিকাঁচির নিচে যাওয়া উডস এই মুহূর্তে রয়েছেন গলফ কোর্সের বাইরে। গত সপ্তাহে জানিয়েছিলেন, এখন তিনি ভালো অনুভব করছেন, আর প্রতিযোগিতামূলক গলফ থেকে অবসরের কোনও পরিকল্পনা নেই তার। মার্কা

/কেআর/