‘জাহাঙ্গীর আলম ছিলেন অন্যদের চেয়ে আলাদা’

স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনতার পেশা ছিল ব্যাংকিং, কিন্তু নেশা ক্রীড়া সাংবাদিকতা। ব্যাংকিং পেশায় যোগ দেওয়ার আগে দীর্ঘদিন ছিলেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সদস্য জাহাঙ্গীর আলম মারা যান গত ১৩ সেপ্টেম্বর। শনিবার এই সংগঠন আয়োজিত স্মরণসভায় তাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন সবাই।

ক্যান্সারের সঙ্গে অনেক দিন লড়াই করে মাত্র ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন জাহাঙ্গীর আলম। স্মরণসভায় তার বড় ভাই শাহ আলম কাঁদতে কাঁদতে বললেন, ‘মৃত্যুর ক্ষণ গুনছিল জাহাঙ্গীর, কিন্তু কাউকে নিজের যন্ত্রণার ভাগীদার করতে চায়নি, এমনকি পরিবারকেও না। এখানেই অন্যদের চেয়ে আলাদা ছিল সে। সন্তানদের জন্য রেখে যাওয়া লিখিত উপদেশে যেমন ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছে, তেমনি কোনও প্রতিদানের আশা না করে মানুষের উপকার করার কথাও বলে গেছে। আসলে সে ছিল অন্যদের চেয়ে আলাদা।’

সভায় জাহাঙ্গীর আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সতীর্থ ক্রীড়া সাংবাদিক ও লেখকরা। মহানগরী ফুটবল লিগ কমিটি সভাকক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক তিন সভাপতি রেজাউর রহমান সোহাগ, সারওয়ার হোসেন ও রানা হাসান। এছাড়া স্মৃতিচারণ করেন শামীম চৌধুরী, রাহেনুল ইসলাম, তারিক আপন, কাজী ইমরুল কবির সুমন, আরিফ সোহেল ও সৈয়দ মাজহারুল পারভেজ।

সবার বক্তব্যে ফুটে উঠেছে জাহাঙ্গীর আলমের ক্রীড়াপ্রেম, সমিতির প্রতি অনুরাগ আর সততার কথা। তার মতো মেধাবী ব্যক্তির অকালে চলে যাওয়ার আক্ষেপ ছিল প্রত্যেকের কণ্ঠে।