চার ম্যাচ খেলে মেহেরপুর অযোগ্য!

মেহেরপুরের চার খেলোয়াড়৩৭তম জাতীয় সিনিয়র টেবিল টেনিসে চারটি গ্রুপ ম্যাচ খেলার পর মেহেরপুর জেলাকে অযোগ্য ঘোষণা করেছে টেবিল টেনিস ফেডারেশন।

ফেডারেশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দলটির খেলোয়াড় নাজমুল হক সালমান। আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘সুচি না মেনে অন্যায়ভাবে নড়াইলের সঙ্গে খেলতে আমাদের অনুরোধ করেন ফেডারেশন কর্মকর্তারা। তাতে সাড়া না দেওয়ায় আমাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আমরা সব খেলা শেষ করেছি, জিতেওছি। আমরা এখন গ্রুপ ফাইনাল খেলবো। কিন্তু যাদের সঙ্গে খেলার কথা, তাদের বদলে নড়াইলের সঙ্গে খেলতে বলেছে আমাদের। আমরা প্রতিবাদ করায় ভয়-ভীতি দেখিয়ে আমাদের ডিসকোয়ালিফাইড করার কথা বলেছে।’

টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর অবশ্য সালমানের অভিযোগ মানতে নারাজ। তিনি বলেছেন, ‘আমরা এবার নিয়ম করেছিলাম প্রত্যেক জেলাকে নিজেদের অন্তত একজন খেলোয়াড়কে রাখতে হবে এবং ওই খেলোয়াড়কে খেলাতেও হবে। কিন্তু মেহেরপুর তিনজন বাইরের খেলোয়াড়কে খেলানোয় চট্টগ্রাম দল প্রতিবাদ জানিয়েছে। তাই নিয়ম অনুযায়ী মেহেরপুরকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে।’  

যদিও সূচিতে ছাপার ভুলের কথা স্বীকার করলেন টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘সূচিতে একটা ভুল হয়েছিল। চারটি দলকে তখন সুচি সংশোধনের জন্য ডাকা হয়েছিল। তারা বলেছে, সংশোধিত সূচি ঘোষণার সময় তারা ছিল না। বাকি তিনটা দল এবং টেকনিক্যাল কমিটি বলেছে সূচি সংশোধন হয়েছে। কিন্তু ওদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্য দলের খেলোয়াড়দের প্রতিবাদের কারণেই আমরা শুধু মেহেরপুরকে বাদ দিয়েছি।’