‘কাবাডিতে বড় ক্লাব এলে ভালো হতো’

আরদুজ্জামানতিন বছর পর সোমবার শুরু হয়েছে প্রিমিয়ার কাবাডি লিগ। কাবাডি স্টেডিয়ামে তাই উৎসবের আমেজে। তবে ১২টি দল অংশ নিলেও লিগের ফরম্যাট টুর্নামেন্টের মতো! চারটি গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে, তারপর হবে ফাইনাল।

লিগের ফরম্যাট নিয়ে বেশ হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আরদুজ্জামান। নৌবাহিনীর এই রেইডার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লিগ পদ্ধতিতে নয়, চারটি গ্রুপে খেলা হচ্ছে এবার। কিন্তু আমরা চেয়েছিলাম লিগ পদ্ধতিতে খেলা। আয়োজকরা বললেন, ম্যাচের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। আমরা সর্বোচ্চ দুটি গ্রুপ করার অনুরোধ করেছিলাম। কিন্তু আয়োজকরা তাতেও সাড়া দেননি। লিগ পদ্ধতি হলে সবার জন্য সুবিধা হতো, অনেক ম্যাচ পাওয়া যেত, অনেক নতুন খেলোয়াড় বেরিয়ে আসতো।’

এবারের লিগের বড় আকর্ষণ ভারতীয় খেলোয়াড়। গত বছর ভারতে প্রো-কাবাডি লিগে খেলা আরদুজ্জামান বললেন, ‘বাংলাদেশে এমন জমকালো কাবাডি লিগ হয়নি। পুলিশ দল ভারত থেকে চারজন খেলোয়াড় নিয়ে এসেছে। তারা সবাই ভারতের জাতীয় দলের খেলোয়াড়। মনে হচ্ছে, এবারের লিগ দারুণ জমবে।’

একটা আক্ষেপ অবশ্য আছে আরদুজ্জামানের মনে। তার কথা, ‘ফুটবল-ক্রিকেটের মতো বড় ক্লাব কাবাডিতে আসছে না। বর্তমান দলগুলো সাধারণ মানের। বড় ক্লাবগুলো এলে ভালো হতো।’