শনিবার থেকে প্রথম বিভাগ দাবা লিগ

দাবা ফেডারেশনের সংবাদ সম্মেলনআগামী শনিবার শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ। ৭ জানুয়ারি শেষ হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে ১২টি দল।

লিগের দলগুলো হলো- ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, নৌবাহিনী জুনিয়র দাবা দল, হাসান মেমোরিয়াল চেস ক্লাব, বসির মেমোরিয়াল চেস ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, মীর চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, ক্যাসপারভ চেস ক্লাব, সোনারগাঁও চেস ক্লাব, ইসফট এরিনা এবং জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি। এদের মধ্যে তিনটি দল ২০১৬ সালের দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেছে আর দুটি দল এসেছে প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমন হয়ে।

এবারের লিগে প্রতিটি দল চার জন নিয়মিত এবং দুজন অতিরিক্ত খেলোয়াড় রাখতে পারবে। রাখা যাবে দুজন বিদেশি খেলোয়াড়ও। কয়েকটি ক্লাব বিদেশি খেলোয়াড়ও নিয়েছে এরই মধ্যে। খেলা হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল উঠে যাবে প্রিমিয়ার বিভাগে এবং সবচেয়ে নিচের দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

চ্যাম্পিয়ন ৫০ হাজার, রানার্স-আপ ৩০ হাজার ও তৃতীয় দলের প্রাইজমানি ২০ হাজার টাকা।

মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহ-সভাপতি একেএম শহীদুল্যাহ প্রমুখ।