যুব গেমসের ২০০ মিটারে সেরা হাসান-রূপা

২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ী হাসান ও রূপাবাংলাদেশ যুব গেমসে অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন হাসান মিয়া ও রূপা খাতুন।

চট্টগ্রাম বিভাগের হাসান ২২.০০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। আর মেয়েদের বিভাগে সবাইকে পেছনে ফেলেছেন রাজশাহী বিভাগের রূপা, তার টাইমিং ২৬.০০ সেকেন্ড।

শটপুটে ঢাকার শারমিন আক্তার ও ডিসকাস থ্রোতে মাহমুদুল ইসলাম শাওন সেরা হয়েছেন।

হ্যান্ডবলে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। ফাইনালে তারা ২২-১৭ গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়েছে।

কুস্তিতে চারটি স্বর্ণ, একটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে খুলনা বিভাগ সেরা। রানার্সআপ চট্টগ্রাম পেয়েছে চারটি স্বর্ণসহ ছয়টি পদক।

ব্যাডমিন্টনে উর্মি দ্বিমুকুট জিতেছেন। এককের ফাইনালে তিনি সিলেটের জেরিনকে ২১-১০, ২১-৪ পয়েন্টে হারিয়েছেন। দ্বৈতে উর্মি-সাথী জুটি ২১-১৪, ২১-১৪ পয়েন্টে চট্টগ্রামের তিশা-ফারজানা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বক্সিংয়ে ছিল রাজশাহী বিভাগের জয়জয়কার। ৪৮ কেজিতে ফাতেমা আক্তার, ৪৯ কেজিতে অনিক হাওলাদার এবং ৫২ কেজি ওজনশ্রেণিতে আবু তালহা স্বর্ণপদক জিতেছেন। তিনজনই রাজশাহীর বক্সার।

স্কোয়াশে ছেলে-মেয়ে দুই বিভাগেই চট্টগ্রাম সেরা হয়েছে। তায়কোয়ানদোতেও ৭টি স্বর্ণ, ৪টি রুপা এবং ৭টি ব্রোঞ্জ জিতে সবার ওপরে চট্টগ্রাম।