আজ নিভে যাবে যুব গেমসের মশাল

গত শনিবার জ্বালানো হয়েছিল যুব গেমসের মশালজমকালো আয়োজনে গত ১০ জানুয়ারি শুরু হয়েছিল যুব গেমসের শেষ পর্ব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আতশবাজি আর লেজার শোর ঝলকানিতে উদ্বোধন হয়েছিল এই ক্রীড়াযজ্ঞের প্রথম আসর। আজ শুক্রবার পর্দা নামছে তৃণমূল ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতা। কিন্তু থাকছে না জমকালো আয়োজন। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান ট্র্যাজেডির কারণে সীমিত আয়োজনে করা হচ্ছে যুব গেমসের শেষ দিনের আনুষ্ঠানিকতা।

শেষ দিনের আকর্ষণ একশ মিটার স্প্রিন্ট। আরও কয়েকটি অ্যাতলেটিক্সের ইভেন্ট হবে। টেবিলের শীর্ষে থেকে কোন বিভাগ চ্যাম্পিয়ন সেটারও নিষ্পত্তি হবে এদিন।

এখন পর্যন্ত খুলনা বিভাগ ৩৭টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে। ৩৬টি স্বর্ণ, ৩৪টি রৌপ্য ও ৪০টি ব্রোঞ্জ নিয়ে রাজশাহী দ্বিতীয় স্থানে। আর চট্টগ্রাম বিভাগ ৩৪টি স্বর্ণ ও ২৫টি ব্রোঞ্জ পদক নিয়ে আছে তৃতীয় স্থানে।

বিকেল চারটায় দর্শকদের জন্য স্টেডিয়ামে ঢোকার সবগুলো দরজা খুলে দেওয়া হবে। বিকেল ৫টায় শুরু হবে ডিজে শো। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে থাকবেন। তার উপস্থিতিতে গেমসে অংশগ্রহণকারী ৮ বিভাগের খেলোয়াড়রা মার্চ পাস্ট করে স্টেডিয়ামে প্রবেশ করবেন।

নেপালে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার অডিও ভিজুয়ালও (এভি) প্রদর্শন করা হবে। আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট শুরু হবে এক ফাঁকে।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শিত হবে। থিম সংয়ের তালে তালে মাঠ ছাড়বে যুব গেমসের মাস্কট ‘তেজস্বী’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমাপনী বক্তব্যের পর নিভে যাবে যুব গেমসের মশাল।