বঙ্গবন্ধু ভলিবলে শিরোপা জিততে ব্যর্থ বাংলাদেশ

শিরোপা হাতছাড়া করে হতাশ বাংলাদেশ দলটুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও ফেভারিট ছিল স্বাগতিক দল। কিন্তু ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে ব্যর্থ। দ্বিতীয় বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের ফাইনালে বাংলাদেশে ৩-১ সেটে হেরে গেছে তুর্কমেনিস্তানের কাছে।

শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু দর্শকদের প্রাণঢালা সমর্থনও উদ্দীপ্ত করতে পারেনি লাল-সবুজের দলকে। প্রথম সেট জিতে গ্যালারিতে আলোড়ন তুললেও শিরোপার উচ্ছ্বাসে ভেসে যেতে পারেনি বাংলাদেশ দল।

প্রথম সেটে শুরুতে  এগিয়ে ছিল তুর্কমেনিস্তান। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।  এক পর্যায়ে ২২-২২ পয়েন্টে সমতা ছিল। তবে স্বাগতিকরা দারুণ লড়াই করে প্রথম সেট জিতেছে ২৬-২৪ পয়েন্টে। সমর্থকদের চিৎকারে তখন প্রকম্পিত ইনডোর স্টেডিয়াম।  

কিন্তু পরের তিনটি সেটই জিতে নিয়েছে তুর্কমেনিস্তান। দ্বিতীয় সেটে অতিথি দল জয় পেয়েছে ২৫-২০ পয়েন্টে।

তৃতীয় সেটে ভালোই লড়াই করেছে বাংলাদেশ, কিন্তু জিততে পারেনি। এই সেটের ফল ২৫-২১।

চতুর্থ সেটে শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এরপর খেই হারিয়ে ফেলে। দুর্বল রিসিভিংয়ের মাশুল দিয়ে লাল-সবুজের দল হেরে যায় ২৫-১৭ পয়েন্টে। পাশাপাশি হাতছাড়া করে ট্রফিও।

এর আগে নেপালকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে কিরগিজস্তান।