ম্যারাথনে কিপচোগের বিশ্ব রেকর্ড

রেকর্ড গড়ে জয়ী হলেন কিপচোগেচার বছর আগে বার্লিনে ডেনিস কিমেত্তো গড়েছিলেন বিশ্ব রেকর্ড। একই মঞ্চে এবার তাকে পেছনে ফেলে ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন এলিউদ কিপচোগে।

রিও অলিম্পিকের স্বর্ণজয়ী তার দৌড় শেষ করতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ড। আগের চেয়ে ৭৮ সেকেন্ড কম লেগেছে ৩৩ বছর বয়সী কিপচোগের। ২০১৪ সালে বার্লিনে ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কিমেত্তো।

এই বছরের শুরুতে লন্ডন ম্যারাথন জয়ের পর বার্লিনে ইতিহাস গড়লেন কিপচোগে।

৫ হাজার মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন দৌড় শেষে সীমাহীন আনন্দে ভেসেছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না ভাষা, ‘এই দিনটার বর্ণনা করার ভাষা আমার জানা নেই। আমি খুবই খুশি বিশ্ব রেকর্ড গড়তে পেরে।’

গত দুই বছর বার্লিনে প্রথম হলেও রেকর্ডটা ভাঙতে পারেননি। তৃতীয়বারে সফল হওয়ায় উচ্ছ্বসিত কিপচোগে, ‘আমাকে অনেকে বলেছে দুইবার না পারলেও তৃতীয়বারে হবে। সেটাই হলো। তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু কখনও আমার প্রতি বিশ্বাস হারাইনি।’

ম্যারাথনে বিশ্বের অন্যতম সেরা হিসেবে খ্যাত কিপচোগে তার ক্যারিয়ারে ১১ দৌড়ে ১০ বারই জিতেছেন। কেবল একটি হার এই বার্লিনে, ৫ বছর আগে দ্বিতীয় হয়েছিলেন তিনি। রয়টার্স, বিবিসি