সুনামগঞ্জে হলো ঐতিহ্যবাহী কুস্তি

Sunam Pic 01 (6)সুনামগঞ্জ স্টেডিয়ামে হাওর এলাকার ঐতিহ্যবাহী কুস্তি খেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১২টায় খেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

হাওর এলাকার ঐতিহ্যবাহী কুস্তি খেলায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন ও সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৪০ জন মাল (পালোয়ান) অংশ নেয়।

খেলা দেখতে সুনামগঞ্জ স্টেডিয়ামে হাজার-হাজার দর্শক জড়ো হন। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম ও গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া ৪০ সদস্যের কুস্তি খেলার মাল নিয়ে মাঠের দর্শকদের অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান।

সুনামগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে কুস্তি খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। পরে বিজয়ীদের পুরস্কার দেন আগত অতিথিরা। খেলার পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করেন সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউল হক।