বাকী খুশি, শাকিল নন

শাকিল আহমেদ (বাঁমে) ও আব্দুল্লাহ হেল বাকী। (ফাইল ছবি)কুয়েতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী দুই শুটার- আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ এবারও দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে পদক জয়ের কাছাকাছি যেতে পারেননি কেউই।

১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ হয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। চূড়ান্ত পর্বে জায়গা হয়েছে ঠিকই, কিন্তু সেরা আটজনের মধ্যে হয়েছেন সপ্তম। অন্যদিকে ১০ মিটার পিস্তলে শাকিল সেরা আটের মধ্যেও থাকতে পারেননি। ৩১ জনের মধ্যে ১৩তম হয়েছেন। তবে দুজনই ভবিষ্যতে ভালো করার ব্যাপারে আশাবাদী।

বাকী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কুয়েতে আমার ফল নিয়ে আমি খুশি। সামনের আসরে আরও ভালো ফল করার লক্ষ্য আছে।’

তবে পিস্তলে শাকিল নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন, বলেছেন, ‘স্কোর আরও একটু বেশি হলে ভালো হতো। সাধারণত আমি ৫৭৫ থেকে ৫৮০ স্কোর করি। কিন্তু কুয়েতে হয়েছে ৫৬৭। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ শুটিং আছে, সেখানে ভালো করার ইচ্ছা।’