প্রথম দিনে আলোচনায় মুয়াজ

বঙ্গবন্ধু কাপ গলফের প্রথম দিনে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ মুয়াজসবার দৃষ্টি ছিল সিদ্দিকুর রহমানের দিকে। কিন্তু বঙ্গবন্ধু কাপ গলফের প্রথম দিনে ওপরের দিকে থাকতে পারেননি দুটি এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন। বরং বাংলাদেশের সেরা গলফারকে ছাপিয়ে আলোচনায় মোহাম্মদ মুয়াজ। পাঁচজনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা মুয়াজ পারের চেয়ে ৬ শট কম খেলেছেন। পারের চেয়ে ৮ শট কম খেলে শীর্ষে অস্ট্রেলিয়ার ম্যাভেরিক অ্যান্টক্লিফ।

বুধবার কুর্মিটোলা গলফ কোর্সে ৭টি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও একটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেছেন মুয়াজ। প্রথম দিনের পারফরম্যান্সে তিনি উচ্ছ্বসিত, ‘এই মাঠে এটাই আমার সেরা পারফরম্যান্স। আমি খুব খুশি। পারের চেয়ে ৬ শট কম খেলার আশাই করিনি। সত্যি ভীষণ ভালো লাগছে। বাকি তিন রাউন্ড এভাবেই খেলতে চাই।’

দুই বছর আগে এই প্রতিযোগিতায় রানার-আপ সিদ্দিকুর বার্ডি করেছেন ৫টি। আরেক বাংলাদেশি সজীব আলীর বার্ডির সংখ্যাও একই। দুজনই পারের চেয়ে ৫ শট কম নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন। এছাড়া যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন আকবর হোসেন ও মোহাম্মদ নাজিম।

প্রথম রাউন্ডে বেশ পিছিয়ে পড়লেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট সিদ্দিকুর, ‘আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। বোগি ছাড়া এবং ৫টি বার্ডি করে একটা রাউন্ড পার করা দারুণ ব্যাপার। তবে এখনই শিরোপা নিয়ে কিছু বলতে চাই না।’