বন্ধ হলো রোমান সানাদের ক্যাম্প

কোচ মার্টিন ফ্রেডরিকের (বাঁয়ে) অধীনে চলছিল রোমান সানাদের ক্যাম্পদেশে সব ধরনের খেলা ও অনুশীলন বন্ধ থাকলেও চলছিল শুধু আর্চারির ক্যাম্প। এ বছরের টোকিও অলিম্পিককে সামনে রেখে রোমান সানাদের প্রস্তুতি চলছিল। কিন্তু আজ (মঙ্গলবার) সেই ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৪ এপ্রিল পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে। করোনাভাইরাসের ব্যাপকতা বাড়ায় ‘রাষ্ট্রীয় প্রয়োজনে’ প্রস্তুতির ভেন্যু টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম ছেড়ে দিতে হয়েছে রুমানদের। আজই আর্চারদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি, ‘রাষ্ট্রীয় স্বার্থে আমরা ক্যাম্প ছেড়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আবার ক্যাম্প শুরু করা যাবে।’

ক্যাম্প ছাড়া আর্চারদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছেন তারা, ‘সব আর্চারকে আমরা বিশেষ ব্যবস্থাপনায় যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ছেলেমেয়েরা খুব শৃঙ্খল। আশা করছি, তারা নিজেদের সুরক্ষা করতে পারবে।’