ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (ডানে)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সচিবালয়ে আয়োজিত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তুলে ধরেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর অবদান।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী নানা পদক্ষেপের মাধ্যমে ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের শুভসূচনা করেছিলেন।’

বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলের কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘তিনি আজকের বিসিবি, বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করেছিলেন। তিনি ইনস্টিটিউট অব স্পোর্টস যা আজকের বিকেএসপি প্রতিষ্ঠা করে গেছেন। তার গৃহীত এ সব যুগান্তকারী পদক্ষেপের কারণেই বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান  আজ সুদৃঢ় হয়েছে।’

সেই সময়ে ক্রীড়াঙ্গন পুনর্গঠন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘‘বলতে গেলে শূন্য হাতে শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথচলা। সেই অবস্থায় ক্রীড়াঙ্গনের প্রতি নজর দেওয়ার সুযোগ দেওয়া ছিল খুবই কঠিন। কিন্তু তরুণ প্রজন্মের কথা চিন্তা করে যুদ্ধবিধ্বস্ত দেশে ক্রীড়াঙ্গনকে পুনর্গঠন করার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। খেলাধুলার কার্যক্রম পরিচালনার জন্য ১৯৭২ সালেই ‘জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা’ যাত্রা শুরু করে।”