গলফে ফেরা সিদ্দিকুরের দরকার এক সপ্তাহ

অনুশীলনে ফিরেছেন সিদ্দিকুর রহমানসাভার গলফ কোর্সে দুপুর ২টায় উপস্থিত দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। অনেকদিন অনুশীলনে না থাকায় মন আর মানছিল না তার। তাই সবুজ কোর্স পেয়েই গলফ স্টিক নিয়ে নেমে পড়লেন অনুশীলনে। লম্বা বিরতি শেষে অনুশীলনে ফিরে রোমাঞ্চিত এই গলফার। আগের ফর্মে ফিরতে তার চাই মোটে এক সপ্তাহ!

করোনাভাইরাসের ছোবলে এতদিন বাসায় নিজের মতো অনুশীলন করতে হয়েছে সিদ্দিকুরকে। অপেক্ষায় ছিলেন, কবে ফিরতে পারবেন অনুশীলনে, মেতে উঠবেন গলফ স্টিক নিয়ে। সেই অপেক্ষার অবসান হলো আজ (শুক্রবার)।

সিদ্দিকুর তাই ভীষণ খুশি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আসলে অনুশীলনের অপেক্ষায় ছিলাম। সেই অপেক্ষার অবসান হয়েছে। আজই সাভার গলফ কোর্সে অনুশীলন শুরু করেছি। অনেকদিন পর গলফ কোর্সে ফিরতে পেরে নিজের কাছেই অন্যরকম ভালো লাগছে।’

লম্বা সময় অনুশীলনের বাইরে। এরপরও এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী গলফার নিজেকে ফিরে পেতে আত্মবিশ্বাসী, ‘প্রথম দিন কিছুটা জড়তা ছিল। তবে তা ধীরে ধীরে কেটে যাবে। আসলে যতটা পিছিয়ে গেছি বলে মনে করেছিলাম, ততটা যাইনি। আমি বাসায় যেভাবে এতদিন অনুশীলন করেছিলাম তা এবার কাজে দিয়েছে। এখন আমার নিজের ফর্ম ফিরে পেতে হয়তো এক সপ্তাহ লাগবে।’

আপাতত দেশে কিংবা দেশের বাইরে কোনও প্রতিযোগিতা নেই। সবশেষ মার্চে মালয়েশিয়াতে খেলে এসেছেন এশিয়ান ট্যুরের প্রতিযোগিতা। সিদ্দিকুর বললেন, ‘আগামীতে কোনও প্রতিযোগিতা নেই। আপাতত সপ্তাহে কয়েকদিন নিজের অনুশীলনটা চালিয়ে যাব। করোনা পরিস্থিতির উন্নতি হলে হয়তো নতুন করে প্রতিযোগিতার সময়ক্ষণ ঠিক হতে পারে। তখন নিশ্চয় খেলার সুযোগ আসবে।’