ওয়ালটন-বিএসজেএ ক্রীড়া উৎসবের উদ্বোধন

বিএসজেএবাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ শুরু হয়েছে আজ (বুধবার)। উদ্বোধনী দিনে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর স্টেডিয়ামে টেবিল টেনিস ইভেন্টে অংশ নেন বিএসজেএর সদস্যরা।

টেবিল টেনিস এককে সৈয়দ মো. মামুন ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। একক ইভেন্টে ইন্ডিপেনডেন্ট টিভির রাকিবুল হাসানকে হারিয়ে এনটিভি’র সুব্রত সাহা তৃতীয় হয়েছেন। দ্বৈত ইভেন্টে সেরা হয়েছেন রামিন তালুকদার ও মেহেদী হাসান রোমেল জুটি। ফাইনালে তারা হারিয়েছেন সৈয়দ মামুন ও মাহাবুব আলম খান বাবু জুটিকে। এই ইভেন্টে রাকিবুল হাসান-মাজহারুল ইসলাম জুটিকে হারিয়ে ফজলে রাব্বি মুন ও জ্যোতির্ময় মন্ডল তৃতীয় হন।

এর আগে সকালে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন) ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। এ সময় ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু সাদাত, সদস্য সচিব আরাফাত জোবায়েরসহ আরও অনেকে।