পিস্তলে সমস্যা, ভারতের পর দেশেও একই হাল

ভারতের দিল্লিতে বিশ্বকাপ শুটিংয়ে ভালো করতে পারেননি দেশের অন্যতম সেরা শুটার শাকিল আহমেদ। ১০ মিটার পিস্তলের স্প্রিং নষ্ট হয়ে যাওয়ায় প্রত্যাশামতো পারফরম্যান্স হয়নি। দেশে ফিরে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুটিংয়েও সেই একই দশা। ৫৫৮ স্কোর করে হয়েছেন তৃতীয়। তবে ১০ মিটারে খারাপ করলেও ৫০ মিটার পিস্তলে ৫১৬ স্কোর করে ঠিকই সোনা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের এই শুটার।

শাকিল সাধারণত দুই ইভেন্টে অংশ নিয়ে থাকেন। ১০ ও ৫০ মিটার পিস্তল। এর মধ্যে ৫০ মিটার পিস্তলে এসএ গেমসে সোনা ও কমনওয়েলথ গেমসে রুপা জিতেছেন। এছাড়া ১০ মিটার পিস্তলে কাঠমান্ডুতে এসেছিল রুপা।

তবে বেশ কিছুদিন ধরে ১০ মিটার পিস্তলে সমস্যা হচ্ছে। শাকিল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পিস্তলের সমস্যার কারণে ১০ মিটারে সেভাবে সাফল্য আসেনি। তবে ৫০ মিটারে সোনা জিতেছি। আশা করেছিলাম দুই ইভেন্টেই সোনা জিতবো। কিন্তু হলো না। তাই মনটা বেশ খারাপ।’

এ মাসেই শুটিংয়ে দক্ষিণ কোরিয়ান কোচের ঢাকায় আসার কথা। শাকিলের প্রত্যাশা, ‘কোরিয়ান কোচ আসলে তখন যদি কিছু করা যায়। পিস্তলের সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তখন দুই ইভেন্টেই নিজের সেরাটা দিতে পারবো।’

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে শুটিংয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন ৮ সোনা, ৫ রুপা ও ৫ ব্রোঞ্জ নিয়ে প্রথম হয়েছে। নৌবাহিনী শুটিং ক্লাব ৩ সোনা, ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে।