বিতর্কের অবসান ঘটালেন ওসাকা

ফ্রেঞ্চ ওপেনে শুরুর দিন থেকেই আলোচনায় নাওমি ওসাকা। মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় শাস্তি পেয়েছিলেন। আয়োজকরা অবশ্য তাকে সতর্ক করে দেয় বহিষ্কারাদেশের কথা বলে। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা বিষয়টাকে আর বাড়তে দিলেন না। সরে দাঁড়ালেন টুর্নামেন্ট থেকেই।

টুইটারে নিজের এমন ঘোষণার কারণ তুলে ধরে ওসাকা বলেছেন, ২০১৮ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবশ্য সেই মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই মিডিয়াকে এড়িয়ে চলতে চেয়েছিলেন। টুইটারে ওসাকা বলেছেন, ‘আমি আসলে কখনোই টুর্নামেন্ট থেকে দৃষ্টি সরানোর কারণ হয়ে থাকতে চাইনি।’

রবিবার শুরুর দিন ওসাকা সরাসরি সেটে হারান রোমানিয়ার প্যাত্রিসিয়া মারিয়া টিগকে। কিন্তু রীতি অনুযায়ী মিডিয়াতে কথা না বলায় তার জরিমানা করা হয় ১৫ হাজার ডলার। পরে চারটি গ্র্যান্ড স্লামের আয়োজকরা ওসাকাকে হুঁশিয়ারি দেয় যে, পরে এমনটি করলে টুর্নামেন্ট থেকে বহিষ্কার তো বটেই পরে নিষিদ্ধও হতে পারেন।

এমন পরিস্থিতিতে ওসাকা আপাতত কোর্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি আপাতত কোর্ট থেকে কিছুটা সময় দূরে থাকবো। কিন্তু যখন সময় হবে, তখন খেলোয়াড়, প্রেস ও ভক্তদের জন্য ভালো হয়- এমন পথ বের করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।’