বিশ্বকাপ থেকে বিদায় রোমান-দিয়াদের

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুক্রবার আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টু-তে ভালো করতে পারেনি বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডে তুরস্ককে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারলেও বিদায় নিশ্চিত হয়েছে শেষ আটেই। লড়াইয়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া জুটি ৬-২ সেট পয়েন্টে হেরে গেছেন স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে।

তবে কোরিয়ার সঙ্গে চার সেটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।  প্রথম সেট ৩৮-৩৮ পয়েন্টে ড্র করেছিল।। দ্বিতীয় সেটে ৩৮-৩৬ ব্যবধানে হারের পর ‍তৃতীয় সেটে ফের ড্র করে ৩৬-৩৬ পয়েন্টে। কিন্তু চতুর্থ সেটে ৩৭-৩৫ পয়েন্টে হেরে যাওয়ায় সেখানেই থেমে যেতে হয় লাল-সবুজদের।

ভালো খবর আসেনি রিকার্ভ এককের দুই বিভাগ থেকেও। মেয়েদের এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দারুণ লড়াই করলেও স্পেনের প্রতিযোগীর কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে ছিটকে যান দিয়া সিদ্দিকী।

পুরুষ এককেও বিদায় নিতে হয়েছে এলিমিনেশন রাউন্ড থেকে। রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হার মানেন ভারতের তরুণদীপ রাইয়ের কাছে। তাছাড়া রুবেল ৬-২ সেট পয়েন্টে ও আলিফ ৭-১ ব্যবধানে হেরে বিদায় নেন।