প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ে সব সোনা চীনের!

প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো চীন। শনিবার পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে কাও ইউয়ান স্বর্ণপদক জিতলেন। তাতে করে ডাইভিংয়ে আট সোনার সবগুলোই জিতে নিলো চীনারা।

তিন বছর আগে অনুষ্ঠিত টোকিও গেমসের চেয়ে এবার এই ডিসিপ্লিনে একটি সোনা বেশি জিতলো চীন। গতবার ডাইভিং থেকে আট সোনার সাতটি জিতেছিল তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাও তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ছিলেন অনেক এগিয়ে। তিনি শেষ করেন ৫৪৭.৫০ পয়েন্ট নিয়ে। জাপানের রিকুতো তামাই ৫০৭.৬৫ পয়েন্ট পেয়ে রৌপ্য জিতেছেন। ব্রাইটনের নোয়াহ উইলিয়ামস (৪৯৭.৩৫) পেয়েছেন ব্রোঞ্জ।

১৯৮৮ সালে সিউলে আমেরিকান গ্রেগ লুগানিসের পর প্রথম অ্যাথলেট হিসেবে ১০ মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন কাও।

এখন পর্যন্ত ৩৬ সোনা জিতে সবার ‍উপরে চীন। সব মিলে তাদের পদক ৮৬টি। যুক্তরাষ্ট্র (৩৩) সোনাজয়ীর তালিকায় দ্বিতীয় স্থানে, তবে সর্বোচ্চ ১১৩ পদক তাদের দখলে।