টোকিও অলিম্পিকে মেয়েদের ৫ হাজার ও ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেও এবার প্যারিসে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি সিফান হাসান। চলতি আসরে দুটি ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। মেয়েদের ম্যারাথনে অবশ্য ঠিকই সাফল্য তুলে নিয়েছেন ইথিওপিয়ান বংশোদ্ভুত এই ডাচ অ্যাথলেট। অলিম্পিকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা। সময় নিয়েছেন ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড।
সিফান টোকিও অলিম্পিকে দুটি সোনা জিতলেও তার পদক ছিল মোট তিনটি (৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা, ১৫০০ মিটারে ব্রোঞ্জ)। এই আসরে একটি সোনা জিতলেও পদক সংখ্যা থাকলো একই। তবে নারী অ্যাথলেট হিসেবে একটা কীর্তি গড়া হয়ে গেছে তার। দূর পাল্লার দৌড়ে অলিম্পিক ইতিহাসে ৫ হাজার, ১০ হাজার মিটার ও ম্যারাথনে সোনা জেতা প্রথম নারী তিনি।
ইভেন্টে আসেফা ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আর কেনিয়ান হেলেন ওবিরি জিতেছেন ব্রোঞ্জ। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড।
অভিষেকে লন্ডন ম্যারাথন জেতা হাসান নিজেও বিশ্বাস করতে পারছেন না তিনি অলিম্পিক ম্যারাথনেও সোনা জিতেছেন, ‘লন্ডন ম্যারাথনে অনেক খুশি ছিলাম। কিন্তু আজ তার চেয়েও বেশি খুশি। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি অলিম্পিক ম্যারাথন চ্যাম্পিয়ন।’