হলিউডের আমেজে শেষ হচ্ছে প্যারিস অলিম্পিক

চাকচিক্যময় সমাপ্তি হচ্ছে প্যারিস অলিম্পিকের। রবিবার ১৩টি সোনার লড়াই শেষে পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের এই আসরের। ফ্রান্সের রাজধানী থেকে অলিম্পিকের পতাকা হস্তান্তর করা হবে ২০২৮ এর আয়োজক লস অ্যাঞ্জেলসের কাছে। সমাপনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে উপস্থিত থাকবেন হলিউডের অ্যাকশন অভিনেতা টম ক্রুজ।

ইউরোপে মিশন ইম্পসিবলের নতুন পর্বে অভিনয় করছেন ক্রুজ। সমাপনী অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জানা গেছে, প্যারিস থেকে লস অ্যাঞ্জেলসে গেমসের দায়িত্ব হস্তান্তরের আগে চোখ ধাঁধানো স্টান্টবাজি করবেন এই অভিনেতা।

প্যারিসে অলিম্পিক ইভেন্টে নিয়মিত ছিলেন ক্রুজ। শনিবার মেয়েদের ফুটবলে আমেরিকার পঞ্চম স্বর্ণ জয়ের ম্যাচ দেখেছেন তিনি গ্যালারি থেকে।

এছাড়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী সঙ্গীতশিল্পী বিলি ইলিস পারফর্ম করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান এবার ছিল ব্যতিক্রমী। সেইন নদীর তীরে হয়েছিল জমকালো আয়োজন। তবে সমাপনী অনুষ্ঠান হবে স্তাদে দে ফ্রান্সে। ৮০ হাজার দর্শক উপস্থিত থাকবেন এই আয়োজনের সাক্ষী হতে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীও পরিচালনা করবেন থমাস জোলি।

একশরও বেশি পারফর্মার, অ্যাক্রোব্যাট, নৃত্যশিল্পী ও সার্কাসশিল্পী বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পীদের সঙ্গে একাধিক মিউজিক্যাল পারফরম্যান্সে যোগ দিবেন। সঙ্গে আকাশে আতশবাজির ঝলকানি তো থাকছেই।

বাংলাদেশ সময় রাত ১টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৩তম অলিম্পিক গেমসের।