শ্রীলঙ্কায় জোনাল দাবায় তাহসিনের সঙ্গে শীর্ষে মনন, মাহফুজুর

শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের সপ্তম রাউন্ডের খেলা শেষ। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এককভাবে শীর্ষে থাকা বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে এই পর্বে তার পাশে বসেছেন আরও তিনজন। তাদের মধ্যে দুজন বাংলাদেশের- আন্তর্জাতিক মাস্টার মনন রেজা ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। অন্যজন শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রাশমিতা। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন এই চার জন।

আজ রবিবার প্রতিযোগিতার ওপেন বিভাগে মনন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নকে, মাহফুজুর শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার অমরাসিংহকে হারিয়েছেন। তাহসিন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সঙ্গে ড্র করেন। 

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান শ্রীলঙ্কার পেসান্দু রাশমিতার কাছে ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা শ্রীলঙ্কার ভিরাসেকারা দিশাল নিমসারার কাছে হেরে গেছেন।

ফাহাদের পয়েন্ট সাড়ে ৪, আরও চার জনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে তিনি। ওপেন গ্রুপে সাকলাইন সাড়ে ৩ ও তানভীর আলম ৩ পয়েন্ট পেয়েছেন। 

মহিলা বিভাগের সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও শ্রীলঙ্কার দুলিনমা হেমালনি ৭ ম্যাচে সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে।

ওয়াদিফা শ্রীলঙ্কার মহিলা আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধনে দিভিদিয়া ওশিনিকে, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ শ্রীলঙ্কার গুনাসেকারা কেপিকে হেসারাকে হারিয়েছেন। 

শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নিউয়ানসা ইসানদির কাছে হেরে যান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।