এশিয়ান গেমসের পর এবার সেলিমের ভুটান চ্যালেঞ্জ

চীনের এশিয়ান গেমসে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। এরপর সময় কেটেছে অনেক। এবার সেনাবাহিনীর এই বক্সারের সামনে ভুটানে চার জাতির টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার পালা। 

৮ থেকে ১৩ এপ্রিল ভুটানের থিম্পুতে হতে যাচ্ছে চার জাতি বক্সিং টুর্নামেন্ট। স্বাগতিক ভুটান, বাংলাদেশ, নেপাল ও ভারতের বক্সাররা এতে অংশ নিচ্ছেন। 

বাংলাদেশ থেকে তিন জন ছেলে ও দুজন মেয়ে বক্সার খেলছেন। ৬০ কেজি ওজন শ্রেণিতে সেলিম হোসেন ছাড়াও খেলছেন, ৬৩ দশমিক ৫ কেজিতে মো. হোসেন আলী, উৎসব আহমেদ ৫৪ কেজিতে, জান্নাতুল ফেরদৌস ৪৮ কেজিতে ও কায়মা খাতুন ৫০ কেজিতে।

আজই দল ভুটান পৌঁছেছে। সেখান থেকে সেলিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়ান গেমসের পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে এসেছি। এবার তিন কেজি ওজন বেশিতে খেলছি। চীনে খেলেছিলাম ৫৭ কেজি ওজন শ্রেণিতে। ভুটানে নিজের ওজন শ্রেণিতে সোনার পদক জেতার লক্ষ্য আছে। জাতিসংঘ মিশন থেকে এসে নিয়মিত অনুশীলনে ছিলাম। বাকি বক্সারও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

খেলা হবে তিন রাউন্ডে। দুই প্রতিযোগীকে হারাতে পারলেই স্বর্ণপদকের লড়াই হবে।