ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির মেয়াদ তিন দফা বাড়িয়ে ১০ মে করা হয়েছিল। তবে এই কমিটির মেয়াদ আর বাড়ছে না। আজ বিকালে মিরপুর সাঁতার কমপ্লেক্সে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।
‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ ট্যালেন্ট হান্টে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন আসিফ। উদ্বোধনের পর সাংবাদিকরা সার্চ কমিটির মেয়াদ নিয়ে প্রশ্ন করলে এর উত্তরে উপদেষ্টা বলেছেন, ‘সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সার্চ কমিটি অলমোস্ট সাত মাস আমরা অতিবাহিত করেছি।’
ফুটবল, ক্রিকেট বাদে অন্য ফেডারেশনগুলো সার্চ কমিটির প্রস্তাবনার মাধ্যমে গঠিত হচ্ছিলো। ৫৩ ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মধ্যে প্রায় অর্ধেক ইতোমধ্যে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। আরও বিশটির বেশি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন বাকি রয়েছে। এনিয়ে উপদেষ্টা বলেছেন, ‘সার্চ কমিটির যে ফেডারেশনের কমিটিগুলোর করার কথা, আমাদের প্রস্তাবনাগুলো দেওয়ার কথা, আমি যতটুকু জানি উনাদের শেষ হয়েছে। আজ যেহেতু অফিস ডে না, নেক্সট অফিস ডে উনারা সেগুলো আমাদের জমা দেবেন।’
আসিফ আরও বলেন, ‘আমাদের আরও কিছু কাজ রয়েছে। গঠনতন্ত্র, সাংগঠনিক রিফরমশেন করতে হবে। এজন্য একটা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটি কমিটি করে আবার কাজ করবো।’