এশিয়ান চ্যাম্পিয়নস লিগে সোমবার ইরানের ক্লাব পার্সেপলিসের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে, তবে ক্রিস্টিয়ানো রোনালদো সততা না দেখালে ফল ভিন্ন হতে পারতো।
ম্যাচের শুরুতেই বক্সের মধ্যে পড়ে যান রোনালদো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি হয়নি দাবিতে পার্সেপলিসের খেলোয়াড়রা রেফারি মা নিংয়ের কাছে ছুটে যান। সবাইকে অবাক করে দিয়ে রোনালদোও তাদের সঙ্গে যোগ দেন! আল নাসরের ফরোয়ার্ড রেফারিকে জানান, পেনাল্টি হয়নি।
এবার রেফারি একটু নড়েচড়ে বসেন। পিচসাইড মনিটরে পেনাল্টি হয়েছে কি না যাচাই করে সিদ্ধান্ত পাল্টান।
আল নাসর ডিফেন্ডার আলী লাজিমি পার্সেপলিসের মিলাদ সারলাককে বিপজ্জনক চ্যালেঞ্জ করে লাল কার্ড দেখেন। রোনালদোও শেষ দিকে ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়েন।
এই ড্রয়ে অবশ্য এক ম্যাচ হাতে রেখে ‘ই’ গ্রুপের বিজয়ী হিসেবে নকআউট পর্বে উঠে গেছে আল নাসর।