কোথায় গিয়ে থামবেন সেরেনা?

_91036679_035118669টেনিস কোর্টে নারী-পুরুষ কাউকেই পাত্তা দিচ্ছেন না সেরেনা উইলিয়ামস।  একের পর এক রেকর্ড ভাঙা গড়ার খেলায় কিছুদিন আগেই মেয়েদের টেনিসে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়ে নাভ্রাতিলোভাকে পেছনে ফেলেন সেরেনা।  এবার সর্বাধিক ম্যাচ জয়ে ছেলেদের টেনিসে রজার ফেদেরারকেও পেছনে ফেলেছেন তিনি।  শুধু তাই নয়, নারী-পুরুষ সবাইকে পেছনে ফেলে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন এই মার্কিন তারকা।  গ্র্যান্ড স্লাম ম্যাচে বর্তমানে সেরেনার জয় সর্বাধিক ৩০৮টিতে।

ইউএস ওপেনে কাজাখস্তানের ইয়াস্লোভা ভেদোভাকে হারিয়ে এই রেকর্ড গড়েন সেরেনা। তাকে হারান ৬-২, ৬-৩ গেমে। এই জয়ের মধ্য দিয়ে ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন ৩৪ বছর বয়সী তারকা। পরের ম্যাচে রোমানিয়ার পঞ্চম বাছাই সিমোনা হালেপের মুখোমুখি হবেন তিনি।

রেকর্ড গড়ার পর সর্বাধিক ম্যাচ জয়ের সংখ্যাকে বিশালভাবেই দেখছেন সেরেনা, ‘সত্যিই সংখ্যাটা বিশাল। আর আমি কখনও চিন্তা করিনি যে এখনও খেলতে পারবো। আর এটাও বলতে পারছি না কোথায় গিয়ে থামবো।’

/এফআইআর/