প্রথম রাউন্ডেই ভাভরিঙ্কার বিদায়

_96791230_wawrinkaঅনেক আশা নিয়েই উইম্বলডনে এসেছিলেন তিনবারের গ্র‌্যান্ড স্লাম জয়ী স্ট্যান ভাভরিঙ্কা। তার সেই আশায় জল ঢেলে দিয়েছেন রাশিয়ার উদীয়মান তারকা দানিল মেদভেদেভ। এমনিতে হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন। কোর্টে হয়তো সেই ধাক্কায় সামাল দিতে পারেননি প্রতিপক্ষকে। প্রথম রাউন্ডেই হারতে হয়েছে ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে।

উইম্বলডনে প্রথমবার এসেই বাজিমাত করে দেখালেন মেদভেদেভ। ২১ বছর বয়সী এই তারকা সুযোগের সদ্ব্যবহারটাই করলেন শেষ পর্যন্ত। কারণ ইনজুরিতে হাঁটুতে বরফ দিতে হয়েছিল ভাভরিঙ্কাকে। র‌্যাংকিংয়েও বেশ পিছিয়ে ছিলেন এই রাশিয়ান। রয়েছেন ৪৬ নম্বরে। তাই ২ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ের পর উচ্ছ্বাস নিয়েই চুমু এঁকে দেন কোর্টে। তৃপ্তি নিয়ে বলেন, ‘এর অনুভূতি জানানোর ভাষা আমার কাছে নেই। মনে করি এটি স্মৃতি হয়েই থাকবে চিরকাল।’

এদিকে চোট জর্জর ভাভরিঙ্কার অনুভূতি ছিল হতাশার, ‘আমি আসলে যেভাবে অনুভব করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। তবে আমি মনে করি একজন অসাধারণ খেলোয়াড়ের সঙ্গেই খেলেছি। তাকে আজ অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। অনেক ক্ষীপ্রগতির ছিল সে।’

/এফআইআর/