ঘুরে দাঁড়ানো জয়ে শেষ ষোলোতে কারবার

উচ্ছ্বসিত কারবারআগেভাগেই গ্র্যান্ড স্লামে বিদায়ঘণ্টা শুনতে পেয়েছিলেন, সঙ্গে ১ নম্বর র‌্যাংকিংটাও হারাতে বসেছিলেন অ্যাঞ্জেলিক কারবার। কিন্তু ঘুরে দাঁড়ালেন। ৭০ নম্বর র‌্যাংকিংধারী শেলবি রজার্সের কাছে প্রথম সেট হেরে গেলেও দারুণভাবে শেষ দুটি সেট জিতলেন। এ জয়ে জার্মান তারকা দেখলেন শেষ ষোলোর মুখ।

শনিবার দুই ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ে কারবার জিতেছেন ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে ৪-৩ গেমে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরেন দুইবারের গ্যান্ড স্লাম জয়ী। কারবারকে এবার পেরোতে হবে শক্ত বাধা। শেষ ষোলোতে ২৯ বছর বয়সীর প্রতিপক্ষ ২০১৫ সালের ফাইনালিস্ট গারবিন মুগুরুজা, যিনি সোরানা কারস্টির বিপক্ষে জিতেছেন ৬-২, ৬-২ গেমে।

কারবারের মতো ঘুরে দাঁড়ানো জয় পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। কোন্তাভেইতের বিপক্ষে ৩-৬, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে জিতেছেন তিনি। এছাড়া শেষ ষোলোতে উঠেছেন মেয়েদের এককের আরেক তারকা অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ৩-৬, ৬-৪, ৬-১ গেমে তিনি হারান বাকসিনস্কিকে।

ছেলেদের এককে টমাস বার্ডিচ, মিলোস রাওনিচ ও গ্রিগর দিমিত্রোভের মতো তারকারা। বিবিসি

/এফএইচএম/