উইম্বলডনে ‘সেঞ্চুরি’ ম্যাচ জিতে সেমিফাইনালে ভেনাস

জয়ের পর উচ্ছ্বসিত ভেনাসপেশাদার টেনিসে আরেকটি অধ্যায় তৈরি করলেন ভেনাস উইলিয়ামস। উইম্বলডন ক্যারিয়ারে শততম একক ম্যাচ খেলতে নামলেন মঙ্গলবার। মাইফলক স্পর্শ করার ম্যাচ জিতলেন দাপটের সঙ্গে। গত ফরাসি ওপেনজয়ী জেলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এ আমেরিকান।

গত জুনে রোলাঁ গাঁরোতে শিরোপা জিতে টেনিস বিশ্বে নজর কেড়েছিলেন ওস্তাপেঙ্কো। অবশেষে গ্র্যান্ড স্লামে তার টানা ১১ ম্যাচের জয়যাত্রা থামল পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়নের কাছে। ৩৭ বছরের সেরেনা লাটভিয়ান ১৩তম বাছাইকে হারান ৬-৩, ৭-৫ গেমে। এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইটা জিতে অল ইংল্যান্ড ক্লাবে বয়স্ক সেমিফাইনালিস্টের মর্যাদাও পেলেন ভেনাস, যে রেকর্ডটা ২৩ বছর আগে গড়েছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা।

আর একটি জয় পেলেই উইম্বলডনের নবম ফাইনালে উঠবেন ভেনাস। শেষবার তিনি শিরোপা নির্ধারণী মঞ্চে খেলেছিলেন ৮ বছর আগে। আর ২০০৮ সালের পর জেতেননি কোনও গ্র্যান্ড স্লাম। অষ্টম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি এবার কিন্তু ভালোভাবে পাচ্ছেন ভেনাস।


একই দিন অন্য কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পেয়েছেন ২০১৫ সালের ফাইনালিস্ট গারবিন মুগুরুজা। সপ্তম বাছাই সভেৎলানা কুজনেৎসোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তিনি উঠেছেন উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে। বিবিসি

/এফএইচএম/