ইউএস ওপেনে নেই মারে

অ্যান্ডি মারেউইম্বলডনের পর থেকে কোর্টের বাইরে অ্যান্ডি মারে। চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইউএস ওপেনে ফেরার। কিন্তু চোটের সঙ্গে পেরে উঠলেন না। বছরের শেষ গ্র্যান্ড স্লামেও নামতে পারবেন না তিনি। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রিটিশ তারকা।

সোমবার শুরু হচ্ছে ইউএস ওপেনের এবারের আসর। তার আগেই মারে জানিয়ে দিলেন, খেলতে পারবেন না বছরের শেষ গ্র্যান্ড স্লামে। উইম্বলডনের পর থেকে নিতম্বের চোটে ভোগা ব্রিটিশ তারকার আশা ছিল, ফিরতে পারবেন টুর্নামেন্টের আগে। কিন্তু হলো না। ফ্লাশিং মিডোর সংবাদ সম্মেলনে হতাশ কণ্ঠে জানিয়ে দিলেন, ‘সবকিছু দিতে চেষ্টা করেছি সেরে ওঠার, নিজেকে তৈরি করার। কিন্তু পারলাম না।’

গত কয়েক দিন সব ঠিক চললেও গ্র্যান্ড স্লামের মতো টুর্নামেন্টে খেলার মতো নিজেকে ফিট মনে হয়নি মারের। তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী বললেন, ‘গত কয়েক দিন খুব ভালোভাবে অনুশীলন করেছি। কিন্তু টুর্নামেন্ট জেতার মতো অবস্থায় নেই আমি।’ মার্কা