চার বছর পর ইউএস ওপেনের শেষ আটে নাদাল

pri_51426168২০১৩ সালের পর প্রথমবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন সুইস তৃতীয় বাছাই রজার ফেদেরারও। শেষ আটে দুজন জিতলেই ফ্লাশিং মিডোসে প্রথমবার হবে তাদের ‘লোভনীয়’ লড়াই, সেমিফাইনালে মুখোমুখি হবেন তারা।

সোমবার মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিটে নাদাল হারান ইউক্রেনের আলেক্সান্দার দোলগোপোলভকে। ৬-২, ৬-৪, ৬-১ গেমে জিতেছেন এক নম্বর তারকা। এর আগে ২০১৩ সালে সর্বশেষ ইউএস ওপেন জেতার পরের আসর আর খেলেননি নাদাল। ২০১৫ সালে তৃতীয় রাউন্ড ও গত বছর চতুর্থ রাউন্ডেই বিদায় নিতে হয় তাকে।

কোয়ার্টার ফাইনালে নাদাল লড়বেন রাশিয়ান তরুণ আন্দ্রে রুবলেভকে। ২০০১ সালে অ্যান্ডি রডিকের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শেষ আটে উঠেছেন ১৯ বছর বয়সী রুবলেভ। ৭-৫, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে তিনি হারান ডেভিড গফিনকে।

পিঠের ব্যথা নিয়েও দারুণ লড়েছেন ফেদেরার। দ্বিতীয় সেটে চিকিৎসা নিতে কোর্টের বাইরে যেতে হয় তাকে। ভালো সুযোগ পেয়েও সুইস তারকাকে থামাতে পারেননি ফিলিপ কোলশ্রেইবার। জার্মান প্রতিদ্বন্দ্বীকে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে হারান ফেদেরার।

শেষ আটে ফেদেরারের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো। ষষ্ঠ বাছাই ডোমিনিক থিয়েমকে হারাতে তার সময় লেগেছে ৩ ঘণ্টা ৩৫ মিনিট। ১-৬, ২-৬, ৬-১, ৭-৬ (৭-১), ৬-৪ গেমে জিতেছেন তিনি। বিবিসি