টেনিস কোর্টে আমেরিকানদের ‘কালো দিন’

(বাঁ থেকে) যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেনস, কোকো ভ্যান্ডেভেগে ও ভেনাস উইলিয়ামসদিনটি ভুলেই যেতে চাইবেন আমেরিকান টেনিসপ্রেমীরা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই যে বিদায় নিয়েছে দেশটির ১২ খেলোয়াড়! যার মধ্যে আছেন সাতবারের গ্ল্যান্ড স্লাম জয়ী ভেনাস উইলিয়ামও।

বছরের প্রথম গ্ল্যান্ড স্লামে গতবার রানারআপ হয়েছিলেন ভেনাস। সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কিনা বিদায় নিতে হলো হতাশ হয়ে। তাও আবার হেরেছেন সুইজারল্যান্ডের অবাছাই বেলিন্দা বেনচিচের কাছে। সোমবার মেয়েদের র‌্যাংকিংয়ের ৭৮ নম্বরে থাকা এই ২০ বছর বয়সী তরুণীর কাছে হেরেছেন তিনি ৬-৩, ৭-৫ গেমে।

অথচ ভেনাস অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন পঞ্চম বাছাই হিসেবে। আর যুক্তরাষ্ট্রের শীর্ষ বাছাই হয়ে। কিন্তু শুরুতেই ছিটকে গেছেন সাবেক নাম্বার ওয়ান। যুক্তরাষ্ট্রের অঘটনের শেষ এখানেই নয়। ইউএস ওপেনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেনসও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। চীনের ঝাং সুয়াইয়ের বিপক্ষে হেরেছেন তিনি ২-৬, ৭-৬ (৭-২), ৬-২ গেমে।

হেরে গেছেন দশম বাছাই হিসেবে টুর্নামেন্টে নামা যুক্তরাষ্ট্রের আরেক খেলোয়াড় কোকো ভ্যান্ডেভেগেও। হাঙ্গেরির তিমেয়া বাবোসের কাছে হেরেছেন তিনি ৭-৬ (৭-৪), ৬-২ গেমে। বিবিসি