২০তম গ্র্যান্ড স্লাম জিতলেন ফেদেরার

ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা হাতে ফেদেরার৫ বছরের গ্র্যান্ড স্লাম শিরোপা খরা কাটিয়ে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেদেরার। এরপর উইম্বলডনে পেলেন ১৯তম গ্র্যান্ড স্লাম শিরোপা। সাফল্যের ক্ষুধা যে ফুরায়নি, তার প্রমাণ আবারও তিনি দিলেন ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতে।

ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লাম জিতলেন ফেদেরার। এনিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জিতে রয় এমারসন ও নোভাক জোকোভিচকে স্পর্শ করলেন সুইস তারকা। সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এখন এই তিনজনের।

রবিবার মেলবোর্ন পার্কে ফাইনালে টানা পাঁচ গেম হেরে চতুর্থ সেট হাতছাড়া হয়েছিল ফেদেরারের। কিন্তু শেষ সেটে ঘুরে দাঁড়ান। পঞ্চম সেটে পাত্তাই দেননি মারিন চিলিচকে। ক্রোয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীকে ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে রূপকথার জন্ম দিলেন সুইস দ্বিতীয় বাছাই, ‘স্বপ্ন সত্যি হলো। রূপকথা চলবে।’ ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০ ও ২০১৭ সালে এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

গত পাঁচ গ্র্যান্ড স্লামের তিনটিই জিতলেন ফেদেরার। তার আগে সর্বশেষ শিরোপা ছিল ২০১২ সালের উইম্বলডনে। ৩৬ বছর বয়সে এসে যেন আরও দুর্দান্ত তিনি। পুরুষ বা মহিলা একক মিলিয়ে ২০টি বা তার বেশি শিরোপা জেতার কৃতিত্ব এতদিন ছিল মার্গারেট কোর্ট, সেরেনা উইলিয়ামস ও স্টেফি গ্রাফের। এবার চতুর্থ খেলোয়াড় হয়ে সেখানে যোগ দিলেন সুইস তারকা।

পুরুষ এককে সর্বকালের শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ীর তালিকায় ১৬টি শিরোপা জয়ী নাদালের সঙ্গে আরও ব্যবধান বাড়ালেন ফেদেরার। উচ্ছ্বসিত সুইস তারকা জানান, ‘আমি খুব খুশি, এটা অবিশ্বাস্য। গত বছরও অসাধারণ কেটেছিল।’ উইম্বলডনেও রেকর্ড ৮টি শিরোপা জিতেছেন ফেদেরার। এছাড়া ইউএস ওপেনে পাঁচবার ও ফরাসি ওপেনে হয়েছেন একবার চ্যাম্পিয়ন।  বিবিসি