৩৪ বছরের রেকর্ড ভাঙলেন নাদাল

957958_1মাদ্রিদ ওপেনে শেষ ষোলোতে দিয়েগো শোয়ার্জম্যানকে হারিয়ে ৩৪ বছরের রেকর্ড ভাঙলেন রাফায়ের নাদাল। ক্লে কোর্টে টানা ৫০তম সেট জিতে জন ম্যাকএনরোকে হটালেন স্প্যানিশ তারকা।

বৃহস্পতিবার বিশ্বের এক নম্বর তারকা ৬-৩, ৬-৪ গেমে জিতে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। তার রেকর্ড গড়ার দিনে ছিটকে গেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো, মারিয়া শারাপোভা ও সিমোনা হালেপের মতো তারকারা।

১৯৮৪ সালে কাঁদামাটির কোর্টে টানা ৪৯টি সেট জিতেছিলেন ম্যাকএনরো। এবার উন্মুক্ত যুগে সরাসরি সেটে জয়ের নতুন রেকর্ড গড়লেন নাদাল।

রেকর্ড গড়ার বছরে ম্যাকএনরো মাদ্রিদ ওপেন ইনডোরের শিরোপাও জিতেছিলেন। নাদালও আছেন সেই সাফল্যের পথে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম।

নাদাল এই ‘হাফসেঞ্চুরি’ হওয়ার পথে বার্সেলোনা, মন্টে কার্লো ও গত বছরের ফরাসি ওপেন জিতেছেন। মাদ্রিদে এবার তিনি ষষ্ঠ শিরোপা হাতে নেওয়ার পথে।

রেকর্ড গড়ার পর নাদাল বলেছেন, ‘আমার ক্যারিয়ার শেষ হওয়ার পর এই সব অর্জন চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকবে। এগুলো বড় রেকর্ড। একটানা ৫০ সেট জেতা কঠিন। কিন্তু আমি সেটা করলাম। অবশ্য এসব নিয়ে এখন আর ভাবতে চাই না, সামনের দিকে তাকিয়ে আছি।’ বিবিসি