অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

রাফায়েল নাদালের উচ্ছ্বাস২০০৯ সালে সবশেষ মেলবোর্ন পার্কে শিরোপা জিতেছিলেন রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খরা কাটানোর মিশনে আবারও কোর্টে নেমে এগিয়ে যাচ্ছেন বীরদর্পে। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী।

অস্ট্রেলিয়ান ওপেন আর একবার জিতলেই ইতিহাস গড়বেন রাফায়েল নাদাল। উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামের প্রত্যেকটি অন্তত দুইবার জিতবেন তিনি। এই লক্ষ্যে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছেন স্প্যানিশ তারকা।

স্বাগতিক বাছাই ম্যাথু এবদেনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ড জিতেছেন নাদাল। র‌্যাংকিংয়ের ৪৭ নম্বর প্রতিপক্ষকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান তিনি। পরের রাউন্ডে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছেন অ্যালেক্স দে মিনাউর।

নাদালের সঙ্গে শেষ ৩২ এ আরও পা রেখেছেন গ্রিগর দিমিত্রোভ। এই ২০তম বুলগেরিয়ান দ্বিতীয় রাউন্ডে হারান পাবলো কুয়েভাসকে। জন মিলানের বিপক্ষে জিতে তৃতীয় রাউন্ডে নাদালের স্বদেশী রবের্তো বাতিস্তা আগুত।

মেয়েদের একক থেকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কেরবার। বিয়াত্রিজ হাদ্দাদ মায়াকে ৬-২, ৬-৩ গেমে হারান গত বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনজয়ী এই জার্মান।৬-১, ৬-৩ গেমে জোহানা লারসনকে হারিয়ে শেষ ৩২ এ তৃতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। ইরিনা ক্যামেলিয়া বেগুর বিপক্ষে ৬-১, ৬-৩ গেমে জিতেছেন পেত্রা কেভিতোভা। বিবিসি