অলিম্পিক টেনিস

মেয়েদের এক নম্বরের বিদায়

টোকিও অলিম্পিক টেনিসে বড় ধাক্কা। মেয়েদের এককের বর্তমান নাম্বার ওয়ান অ্যাশলি বার্টি বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে।

দারুণ আত্মবিশ্বাস নিয়ে এবারের অলিম্পিক শুরু করেছিলেন বার্টি। এ মাসেই জিতেছেন উইম্বলডন। টোকিও অলিম্পিকের আগে এর চেয়ে বড় রসদ আর কী হতে পারে। কিন্তু অলিম্পিক মঞ্চে দেখলেন মুদ্রার উল্টো পিঠ। স্পেনের সারা সোরিবেস তোরমোর কাছে প্রথম রাউন্ডে হেরে গেছেন অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান।

মেয়েদের এককে ৪৮ নম্বরে থাকা সোরিবেস তোরমোর কাছে বার্টি হেরেছেন ৬-৪, ৬-৩ গেমে। এই স্প্যানিয়ার্ডের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়।

বার্টি হারলেও তার টোকিও অলিম্পিক শেষ হয়ে যায়নি। একক ইভেন্ট থেকে বিদায় নিলেও এখন খেলবেন দ্বৈতে। তিনি ও স্ট্রোম স্যান্ডার্স মিলে মেয়েদের দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

একক ইভেন্টে বার্টি হারলেও জাপানিজ তারকা নাওমি ওসাকা জয় দিয়ে শুরু করেছেন অলিম্পিক। দ্বিতীয় বাছাই হিসেবে অলিম্পিক শুরু করে প্রথম রাউন্ডে তিনি চীনের সাইসাই ঝেংকে হারিয়েছেন ৬-১, ৬-৪ গেমে। অলিম্পিক মশাল জ্বালানো ওসাকাই এখন মেয়েদের এককের সর্বোচ্চ র‌্যাঙ্কধারী খেলোয়াড়।