‘হৃদয় ভেঙে’ গেছে জোকোভিচের  

নোভাক জোকোভিচের সাফল্য মোড়ানো ক্যারিয়ারে বরিস বেকারের অবদান অনেক। দুজনে জুটি বাঁধার পর জোকোভিচের ৬টি গ্র্যান্ড স্লামই এসেছে জার্মান কিংবদন্তির অধীনে। কিন্তু সাবেক গুরুর শাস্তির ঘটনায় হৃদয় ভেঙে গেছে সার্বিয়ান তারকার।  

১৭ বছর বয়সেই মহাতারকা বনে যান বেকার। তিনটি উইম্বলডন সহ ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জিতেছেন ছয়টি। অথচ সাবেক এই এক নম্বরই জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ঋণ শোধ করার ঝামেলা এড়াতে গোপন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। যার পরিমাণ বলা হচ্ছে ২৫ লাখ পাউন্ড। ফলে আড়াই বছরের জেলের শাস্তি দেওয়া হয়েছে তাকে।

সাবেক গুরুর এমন পরিণতি জোকোভিচ কোনওভাবেই মেনে নিতে পারেননি। তার প্রতিক্রিয়া ছিল এমন, ‘সত্যি কথা বলতে হৃদয় ভেঙে গেছে আমার। সে আমার বন্ধু ছিল, অনেক দিনের বন্ধু। তিন থেকে চার বছরের মতো কোচও ছিল। ফলে তিনি এমন একজন ছিলেন; যাকে নিজের খুব কাছের মনে করি। আমার ক্যারিয়ারের সাফল্যের পেছনে তার অনেক বড় অবদান।’

জোকোভিচ সাফল্য পেতে বেকারকে কোচ করেন ২০১৪ সালে। এই জুটি টিকে ছিল ২০১৬ সাল পর্যন্ত। এই সময় বেকার জোকোভিচকে ৬টি গ্র্যান্ড স্লাম জেতাতে দিক নির্দেশনা দিয়েছেন। এখন সাবেক কোচ যেন কঠিন সময়টা পার করতে পারেন, সেই কামনা করছেন জোকোভিচ, ‘আশা করি তিনি কঠিন সময়টা ঠিকভাবে পার করতে পারবেন এবং বের হয়ে জীবনটা উপভোগ করতে পারবেন। জানি না তার ক্ষেত্রে ‘স্বাভাবিক‘ জীবন বলাটা ঠিক হবে কিনা। কারণ তার জীবনটা সত্যিই বদলে যাবে। আসলে যারা কারাগারে যায়, তাদের সবার ক্ষেত্রেই বিষয়টা এমন।’