মা হতে চলেছেন ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনে এবার খেলা হচ্ছে না ওসাকার। আয়োজকরাও তার নাম প্রত্যাহার করে নেওয়ার কারণ জানাতে পারেনি। তবে জাপানি তারকা টুইট করে নিজে খোলাসা করেছেন সব কিছু। মা হতে চলেছেন চারবারের গ্র্যান্ডস্লাম জয়ী।

২৫ বছর বয়সী র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান টুইটারে লিখেছেন, ‘২০২৩ সালটা আমার অনেক কিছু শেখার বছর।’ 

আলট্রাসাউন্ডের একটি ছবি পোস্ট করে তিনি আরও লিখেছেন, ‘‘এখন শুধু একটি অপেক্ষা। আমার সন্তান যেন আমার একটি ম্যাচ দেখে আর বলে- ‘দেখো তিনি আমার মা।’’

ওসাকা সেই গত সেপ্টেম্বরের পর থেকে টেনিস খেলেননি। সর্বশেষ গ্র্যান্ড স্লামটিও জিতেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনে ২০২১ সালে। ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে জানিয়েছেন, ২০১৮ সালের ইউএস ওপেন জয়ের পর থেকে মানসিক অবসাদে ভুগছেন। তার পর ২০২১ সালের সেপ্টেম্বরে কোর্ট থেকে ৫ মাসের বিরতি নেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডে। ফ্রেঞ্চ ওপেনেও প্রথম রাউন্ডে বাদ পড়েছেন! একই বছর ইনজুরির কারণে খেলা হয়নি উইম্বলডন। ইউএস ওপেনে খেলতে নামলে হারের তিক্ত স্বাদ পেয়েছেন প্রথম রাউন্ডেই। এখন আশা করছেন, টেনিস কোর্টে হয়তো ২০২৪ সালেই ফিরতে পারবেন।