ইনজুরি নিয়ে নাটক করছেন জোকোভিচ?

অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই আলোচনায় নোভাক জোকোভিচের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকায় দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে মেডিক্যাল টাইমআউট নিয়ে দুই রাউন্ডেই জিতেছেন। তার পর তো চতুর্থ রাউন্ডে ক্ষীপ্রতার পরিচয় দিয়েছেন র‌্যাকেট হাতে।বিদায় দিয়েছেন অ্যালেক্স ডি মিনাউরকে। তাতে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিন্দুকরা বলতে থাকেন- বাড়তি সুবিধা আদায় করার জন্যই ইনজুরি নিয়ে নাটক করছেন এই সার্বিয়ান!

ইনজুরি নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠায় নোভাক জোকোভিচও সমালোচকদের একহাত নিয়েছেন। টেনিসমেজর্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যারা সন্দেহ করছে, তাদেরকে এভাবেই থাকতে দিন। সন্দেহ করতে দিন।’

বিভিন্ন সময় কাঠগড়ায় দাঁড়াতে হয় টেনিসের বিগ থ্রির অন্যতম তারকাকে। আর সেটা হয় তার ইনজুরি নিয়েই। এসবে বিরক্ত হয়ে সার্বিয়ান তারকা ক্ষোভও প্রকাশ করেছেন এভাবে, ‘শুধু আমার ইনজুরিকে প্রশ্নবিদ্ধ করা হয়। যখন অন্যরা চোট পায়; তারা হয় চোটের শিকার। আমার বেলায় বলা হয়, আমি নাটক করছি। বিষয়টা খুব চমকপ্রদ। মনে হয় না এসব ক্ষেত্রে আমাকে কিছু প্রমাণ করতে হবে।’

বার বার এসব অভিযোগকে আবার ইতিবাচক ভাবেও দেখেন জোকোভিচ। বরং এসব থেকে বাড়তি মানসিক শক্তি ও প্রেরণা পান তিনি, ‘আমি এসবে অভ্যস্ত হয়ে পড়েছি। বলা যায় এসব আমাকে বাড়তি মানসিক শক্তি ও প্রেরণা দেয়। এজন্য তাদের ধন্যবাদ দিতেই পারি।’

এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ সময় কাটছে এলেনা রিবাকিনার। ওস্তাপেঙ্কোকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। রিবাকিনা জিতেছেন ৬-২, ৬-৪ গেমে।