অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

টিকা কাণ্ডে গতবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি নোভাক জোকোভিচের। বিতর্ক সঙ্গী ছিল এবারও। ইনজুরি নিয়ে নাটকের অভিযোগ উঠলেও নিন্দুকদের জবাব দিচ্ছেন কোর্টের লড়াইয়ে। সেমিফাইনালে টমি পলকে হারিয়ে রেকর্ড দশম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আছেন তিনি। এবারের আসরটি জিতলে রাফায়েল নাদালের রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও স্পর্শ করবেন।

সেমিফাইনালে ৩৫ বছর বয়সী জোকোভিচ প্রথম সেটটা অস্বস্তি নিয়ে খেললেও বাকি দুই সেটে ছিলেন অপ্রতিরোধ্য। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেই ৭-৫, ৬-১, ৬-২ গেমে ম্যাচ জিতেছেন।

এই ম্যাচ জিতে নতুন মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। অপরাজিত টানা ২৭টি ম্যাচ। ফাইনাল জিতলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করবেন। একই কথা প্রযোজ্য হবে সিসিপাসের বেলাতেও।

২০২১ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে এই জোকোভিচের কাছে পরাজিত হওয়ায় প্রথম গ্র্যান্ড স্লামটি জিততে পারেননি সিসিপাস। এবার তার সামনে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। সেটি করলে ২০১৮ সালের পর মেলবোর্ন পার্কে জোকোভিচকে হারানো প্রথম খেলোয়াড় হবেন তিনি।