রাশিয়া-বেলারুশ খেলোয়াড়দের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে উইম্বলডন

ইউক্রেন আগ্রাসনে গত বছর উইম্বলডন থেকে নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। তাদের সহযোগী হওয়ায় বেলারুশকেও একই নিষেধাজ্ঞার শাস্তি পেতে হয়েছিল। এবার তাদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে অল ইংল্যান্ড ক্লাব। তবে ইভেন্টে দুটি দেশের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন শুধু শর্ত মেনে। সেটি হলো ‘নিরপেক্ষ’ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেই তারা উইম্বলডনে খেলতে পারবেন।

অল ইংল্যান্ড ক্লাবে এই বছর উইম্বলডন শুরু হবে ৩ জুলাই। সংস্থাটির চেয়ারম্যান ইয়ান হেউইট বলেছেন, ‘আমরা এখনও রাশিয়ার অবৈধ ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাই। পাশাপাশি ইউক্রেনের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমর্থন এখনও অটুট রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। এমন নয় যে, বিষয়টা হালকা ভাবে নেওয়া হয়েছে কিংবা কারও প্রতি বিরূপ প্রভাব ফেলবে সেটিও এড়িয়ে যাওয়া হয়েছে।’

যেসব শর্ত আরোপ করে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে সেগুলো হলো- রাষ্ট্র হিসেবে রাশিয়া-বেলারুশ কিংবা তাদের শাসন বা নেতাদের প্রতি সমর্থন থাকতে পারবে না। দ্বিতীয়টি হলো, টুর্নামেন্টে অংশ নিতে রাশিয়া অথবা বেলারুশের পক্ষ থেকে আর্থিক সহায়তা কিংবা সেখানকার কোনও কোম্পানির স্পন্সরশিপও নেওয়া যাবে না।