আলকারেজের জয়রথ থামালেন পল

নোভাক জোকোভিচের মতো মহাতারকাকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আরকারেজ। ফর্মও ছিল দুর্দান্ত। জিতেছেন টানা ১৪ ম্যাচ। উড়তে থাকা আলকারেজকে মাটিতে নামালেন টমি পল। কানাডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তার কাছে অপ্রত্যাশিত হার দেখেছেন র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা আলকারেজ।

দিনটা যে ২০ বছর বয়সী আলকারেজের ছিল না, সেটা বলছে তার পারফরম্যান্স। ১৩টি আনফোর্সড এরর করেছেন। ডাবল ফল্টও ছিল ৬টি। শেষ পর্যন্ত হার দেখেছেন ৩-৬, ৬-৪, ৩-৬ গেমে! তাতে সেই জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের পর হার দেখেছেন এই স্প্যানিয়ার্ড।

টুর্নামেন্টে অপ্রত্যাশিত হার দেখেছেন দানিল মেদভেদেভও। অবাছাই অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে কঠিন লড়াইয়ের পরও জয়ের মুখ দেখেননি এই রাশিয়ান।   

ম্যাচের পর আলকারেজ স্বীকার করেছেন যে সেরাটা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, ‘ভালো খেলিনি। এখন অনুশীলনটা ভালো মতো করতে হবে। ইউএস ওপেনের আগে কয়েক সপ্তাহ পাবো। সেই লক্ষ্যেই আমাকে কাজ করতে হবে।’

তবে ইউএস ওপেন শিরোপা ধরে রাখতে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন আলকারেজ। ইউএস ওপেন শুরু ২৮ আগস্ট।